শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শাহজালালে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ শহীদুল আলম নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃপক্ষ। দুবাই যাওয়ার প্রাক্কালে হ্যান্ড ট্রলিব্যাগ ভর্তি বিদেশি মুদ্রাসহ তাকে আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা বলছে, চোরাচালানের সোনা কিনতে এই মুদ্রা পাচারের চেষ্টা করা হচ্ছিল। শহীদুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। কাস্টমস গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, শহীদুল এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-০৫৮৫) দুবাই যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অনুসরণ করা হয়। পরে বোর্ডিং ব্রিজ থেকে তাকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১ লাখ ৫৬ হাজার ২০৫ সৌদি রিয়াল ও ৩১ হাজার ৫৭ দিরহাম রয়েছে। তিনি আরও জানান, শহীদুলের পাসপোর্ট যাচাই করে দেখা গেছে, তিনি এই বছরে ৪০ বার দুবাই যাতায়াত করেছেন।

সর্বশেষ খবর