মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির বইয়ের ডিজিটাল ভার্সন

নিজস্ব প্রতিবেদক

পাঠদান পদ্ধতি উন্নত ও সহজতর করার জন্য নবম ও দশম শ্রেণির বইয়ের ডিজিটাল ভার্সন ই-বুক গতকাল উদ্বোধন করা হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর উদ্বোধন করেন। টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ (টিকিউআই-২) প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অনলাইনে এখন এসব শ্রেণির পাঠ নিতে পারবে এবং শিক্ষকরাও পাঠদানের জন্য ডিজিটাল মাধ্যমে একটি গাইডলাইন পাবেন। এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) কনটেন্টগুলো পাওয়া যাবে। ই-বুক উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার মান রাতারাতি বাড়ানো সম্ভব নয়। গুণগত মান উন্নয়নের জন্য কাজ করছি। এজন্য পাঠদান পদ্ধতি উন্নত ও সহজ করা প্রয়োজন।

সর্বশেষ খবর