বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ওমরাহ হজের সময় বাড়ল এক মাস

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ওমরাহর সময় আরও এক মাস বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গতকাল এই সময় বাড়ানো হয়। আরও বেশি মুসল্লি যেন ওমরাহ হজে অংশ নিতে পারেন সেজন্যই এ সময় বাড়ানো হয়েছে। ওমরাহর সময় ১০ জুন (১৫ শাওয়াল) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সময় বাড়ানোর ফলে ১০ জুলাই শেষ হবে।

ওমরাহ হজের সময় বাড়ানোর বিষয়টি হজযাত্রীদের সেবা প্রদানকারী বিভিন্ন কোম্পানি এবং সংস্থাকে আজ নিশ্চিত করবে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের এমন ঘোষণায় খুশি হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব।

প্রসঙ্গত, হিজরি রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা অধিক হারে ওমরাহ পালন করেন। কারণ এই মাস মুসল্লিদের কাছে অনেক তাত্পর্য বহন করে। হজ ও ওমরাহর সময় মক্কা এবং মদিনার বিভিন্ন পবিত্র স্থান, মসজিদ এবং হোটেলের সেবা নিশ্চিতে সচেষ্ট থাকে কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ উপলক্ষে বহু মুসল্লি পবিত্র নগরী মক্কা ও মদিনায় জড় হন। তাদের স্বাগত জানাতে এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা  হয়। এ মাসে হজের মতো মুসল্লির  সমাগম ঘটে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর