শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় তিন নাটক মঞ্চায়ন

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় তিন নাটক মঞ্চায়ন

তিনটি নাট্যদল গতকাল সন্ধ্যায় একই সময়ে তিন নাটক মঞ্চায়ন করেছে শিল্পকলা একাডেমিতে। নাটক তিনটি হলো এথিক নাট্যদলের ‘চণ্ডীদাশ, বহুবচন প্রযোজিত ‘অনিকেত সন্ধ্যা’ এবং মেঠোপথের ‘অতঃপর মাধো’। এর মধ্যে ‘চণ্ডীদাশ’ মঞ্চায়ন হয় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে, ‘অনিকেত সন্ধ্যা’ মঞ্চায়ন হয় পরীক্ষণ থিয়েটার হলে এবং ‘অতঃপর মাধো’ মঞ্চায়ন হয় স্টুডিও থিয়েটার হলে। অপু শহীদ রচিত ‘চণ্ডীদাশ’ নাটকটির নির্দেশনায় ছিলেন মিন্টু সরদার। অভিনয় করেছেন এথিকের নিয়মিত নাট্যকর্মীরা। চন্দন সেন রচিত ও আরহাম আলো নির্দেশিত ‘অনিকেত সন্ধ্যা’য় অভিনয় করেছেন বহুবচনের নিয়মিত শিল্পীরা। অলোক বসু নির্দেশিত ‘অতঃপর মাধো’র বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পী ছিলেন মেঠোপথের শিল্পীরা।

বাংলা একাডেমিতে স্মরণসভা : কর্মময় জীবনের ওপর আলোকপাতের মধ্য দিয়ে সংগীতজ্ঞ সুধীন দাশ ও সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামীকে স্মরণ করেছে বাংলা একাডেমি। গতকাল বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ স্মরণানুষ্ঠানে প্রয়াত দুই গুণীর জীবন ও কর্মের ওপর বক্তৃতা করেন ড. নাশিদ কামাল, খায়রুল আনাম শাকিল, মাহমুদ সেলিম এবং নিশাত জাহান রানা। ইমেরিটাস প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে সূচনা বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. ইসরাইল খান, ড. সৌমিত্র শেখর, ইন্দ্রমোহন রাজবংশী, বুলবুল মহলানবীশ, সাইদুর রহমান বয়াতি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর