মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ব্যাংকের জরিমানায় বড় ধস শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক


ব্যাংকের জরিমানায় বড় ধস শেয়ারবাজারে

শেয়ারবাজারে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ করার অভিযোগে সাতটি ব্যাংককে জরিমানা করার খবরে ব্যাপক ধস নামে শেয়ারবাজারে। গতকাল দেশের উভয় শেয়ারবাজারে সব সূচক কমেছে। হাত বদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দরও কমেছে। টাকার পরিমাণে লেনদেনও কমেছে আগের দিন থেকে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের জরিমানার খবরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে; যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। জানা গেছে, সম্প্রতি শেয়ারবাজারে আইনি সীমার অতিরিক্ত বিনিয়োগ করে একাধিক ব্যাংক। এ অভিযোগে আগের দিন বাংলাদেশ ব্যাংক সাতটি ব্যাংককে ১৭ লাখ টাকা করে জরিমানা করে। এ খবরে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। শেয়ারবাজার লেনদেনে দেখা গেছে, ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি বা ৯০ শতাংশের শেয়ার দর কমেছে। এ খাতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডাচ্-বাংলার। ব্যাংকটির শেয়ার দর ৩.৪০ টাকা কমেছে। ২.৭০ টাকা কমে দ্বিতীয় স্থানে উঠে আসে রূপালী ব্যাংক আর কমার তৃতীয় শীর্ষে উঠে আসে ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটির শেয়ার দর কমে ১.৮০ টাকা। তবে এ খাতে শুধু সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে। আর শেয়ার দর অপরিবর্তিত থাকে আইসিবি ইসলামী ব্যাংকের ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির বা ৭৩.৯১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টির বা ৬১.১১ শতাংশ, বীমা খাতের ৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টির বা ৮২.৯৭ শতাংশ, বিবিধ খাতে ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টি বা ৬৬.৬৬ শতাংশ, মিউচুয়াল ফান্ডের ৩৬টির মধ্যে ১৭টির বা ৪৭.২২ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের ২৮টির মধ্যে ১৭টির বা ৬০.৭১ শতাংশ এবং বস্ত্র খাতের ৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২২টির বা ৪৫.৮৩ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে সূচকটি ৬১২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে হাত বদল হওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর কমেছে ২০৫টির, দর বেড়েছে ৯২টির। মোট লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট; যা আগের দিন থেকে ৮৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪ কোটি টাকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর