বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

শ্রমিক দলের কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। পুলিশ চারজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার একদিলতলা হাটের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মে দিবস উপলক্ষে বিকাল ৪টার দিকে উপজেলা শ্রমিক দলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করার প্রস্তুতি নেন বিএনপি নেতা-কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা মোহনপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে আলোচনা সভা করেন। সভা শেষে  নেতা-কর্মীরা র‌্যালি বের করেন। ডিগ্রি কলেজ মাঠ থেকে র‌্যালি শুরু করে একদিলতলা হাট হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে আসে। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ আহত হন।

সর্বশেষ খবর