রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমানবন্দরে ভয়ঙ্কর মাদক ‘খাত’ জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ১৬০ কেজি নুতন মাদক ‘খাত’ (এনপিএস-নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস গতকাল দুপুরে বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে এ মাদক জব্দ করা হয় এর আগে প্রথমবারের মতো গত ৩১ আগস্ট দুপুরে বিমানবন্দরের কার্গো গুদাম এলাকা থেকে প্রায় ৪০০ কেজি ‘খাত’ জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) পরে শান্তিনগর থেকে আরও ৪০০ কেজি খাত উদ্ধার করে ডিএনসি এরপর থেকেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে নতুন এই মাদকের বিভিন্ন দিক নিয়ে

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় জানা যায়, ৬ সেপ্টেম্বর ভারত থেকে আগত জেট এয়ারওয়েজের ৯ ডব্লিও ২৭৬ ফ্লাইটে ৯টি এনপিএসের চালান আসবে ওই সংবাদের ভিত্তিতে নজরদারি শুরু করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা গত ৬ সেপ্টেম্বর ৯টি সন্দেহজনক কার্টন আসে, যা ফরেইন পোস্ট অফিসের মাধ্যমে আটক করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়

পরবর্তীতে গতকাল দুপুরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে ভেতরে ‘গ্রিন টি’-এর মতো দেখতে পণ্যগুলো আটক করা হয় প্রাথমিকভাবে যা এনপিএস হিসেবে ধারণা করা হয় পরে ডিএনসির সহযোগিতায় একজন ফরেনসিক এক্সপার্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় জব্দকৃত ওই কার্টনের পণ্যগুলো এনপিএস

তিনি আরও জানান, এ পণ্যগুলোর রপ্তানিকারকের নাম জিয়াদ মুহাম্মদ ইউসুফ, ঠিকানা আদ্দিস আবাবা, ইথিওপিয়া আর আমদানিকারক ‘এশা এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যবহার করা হয়েছে ঢাকার তুরাগ থানাধীন ব্লক-ডি, সড়ক ২ হাউস নং-২৮। এ ঘটনায় ডিএনসির পক্ষ থেকে মামলা হবে। মামলার তদন্তও করবে ডিএনসি। উল্লেখ্য, গত ৩১ আগস্ট ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে জিয়াদ মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি ঢাকায় নওয়াহিন এন্টারপ্রাইজের নামে একটি চালান পাঠান। ওই ঘটনায় মো. নাজিম নামের একজনকে গ্রেফতার করে ডিএনসি।

সর্বশেষ খবর