Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:০৪

ঐতিহ্য

বগুড়ায় ২০০ বছরের শিব মন্দির ধ্বংসের পথে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ২০০ বছরের শিব মন্দির ধ্বংসের পথে

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুরের শিব মন্দিরটি সংস্কারের অভাবে ধ্বংসের পথে। মন্দিরের নামে জায়গা জমি থাকলেও দীর্ঘদিনেও কোনো সংস্কার হয়নি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা বলছেন, প্রায় ২০০ বছরের পুরনো শিব মন্দিরটি সংস্কার না করায় ধ্বংস হয়ে যাচ্ছে। তারা মন্দিরটি সংস্কারের দাবি জানিয়েছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২ শতাধিক বছর পূর্বে শিব মন্দিরটি স্থাপিত হয়। সেই সময় মন্দিরটির অবস্থান ছিল প্রায় ২৮ শতাংশ জায়গার ওপর। বর্তমানে তা বেদখল হয়ে মন্দিরের ভিতে এসে ঠেকেছে। স্বাধীনতার পর থেকে মন্দিরটি সংস্কারের কোনো সহযোগিতা না থাকায় তা ধ্বংস হয়ে যেতে শুরু করেছে। এলাকায় জনশ্রুতি রয়েছে যে স্বাধীনতার পর ঢাকা ও মহাস্থান জাদুঘরের কর্মকর্তারা এসে ওই শিব মন্দিরে থাকা প্রতিমাগুলো সংরক্ষণের জন্য নিয়ে গেছে। গত বছর বৃষ্টিতে মন্দিরটির সামনের অংশ ধসে পড়ে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরটি দ্রুত সংস্কার করে তার ঐতিহ্য রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। বগুড়ার দুপচাঁচিয়া গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান             জানান, শিব মন্দিরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে গণপূর্ত বিভাগসহ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মন্ত্রণালয়ে ইতিপূর্বে অবগত করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর