বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুলিশের ওপর চড়াও ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ছুরি নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এক ছিনতাইকারী। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পালানোর চেষ্টাকালে ওই ছিনতাইকারীর পায়ে গুলি চালায় পুলিশের টহল দল। ছিনতাইকারীর নাম মো. স্বপন (৪৭)। গতকাল তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোডে এক নারী রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে দুই যুবক এসে রিকশাটি থামায়। চোখের পলকে তারা ওই নারীর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনাটি দেখতে পায় এলাকার টহল পুলিশ দল। তারা আশপাশে  থাকা কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে ওয়্যারলেসে বার্তা পাঠিয়ে দেয়। তখন অন্য টহল পুলিশ দল মিলে আশপাশের এলাকায় ব্যারিকেড দেয়। পরে আবাহনী ক্লাব মাঠের সামনে ওই দুই মোটরসাইকেল আরোহীকে পাওয়া যায়। তারা পুলিশ দেখে দ্রুত মোড় ঘুরে ভিন্ন দিকে যেতে চায়। তাড়াহুড়ো করতে গিয়ে মোটরসাইকেল পিছলে পড়ে। এ সময় এক ছিনতাইকারী পালাতে সক্ষম হলেও অন্যজন আটকা পড়ে। ওই ব্যক্তি সহজে ধরা না দিতে ছুরি নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। পরে বাধ্য হয়ে তাকে গুলি করে পুলিশ। 

ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, আটক স্বপন ছুরি বের করে পুলিশের কয়েকজনকে আঘাত করে। আহত পুলিশ সদস্যরা রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, স্বপনের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। সে আদাবর শেখেরটেক এলাকায় থাকে। 

সর্বশেষ খবর