বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রায়ে প্রমাণ হয়েছে অপকর্ম করলে শাস্তি হবেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কেউ অপকর্ম করলে তার শাস্তি হবেই। বাংলাদেশের মানুষ মনে করে, এ রায়ে যোগ্য বিচার হয়েছে। দেশে যারাই অপকর্ম করবে তাদের শাস্তি যে হবে এ রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে।’ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর গতকাল সচিবালয়ে নিজ দফতরে রায় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আজকে জাতির জন্য বড় একটা দিন। আমরা মনে করি, জাতির আরও একটি কালিমা যেটা লেপন করেছিল... সেই কালিমা আজ দূর হলো। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে এ দেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ন্যায়বিচার হয় এবং যারাই এ ধরনের কর্ম করবে তাদের বিচার অবশ্যই হবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ এ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে।’

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন যে ঘটনা ঘটানো হয়েছিল আপনারা (সাংবাদিক) সেগুলো জানেন। আপনারা সেদিন সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, আপনারা সেদিন ক্যামেরাবন্দী করেছিলেন বলেই জাতি জানতে পেরেছিল কত ভয়াবহ, কত হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল, কত নিষ্ঠুরতা সেখানে ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী এ মামলায় আলামত নষ্ট ও মিথ্যা তথ্য দেওয়ার দায়ে সরকারি কর্মকর্তাদের সাজা হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘কেউ তাদের দায়িত্বে অবহেলা করতে পারবে না। এ ধরনের নৃশংসতার প্রোগ্রাম যারা নিয়েছিলেন, যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, যারা অর্থ জোগান দিয়েছেন, তাদেরও ফাঁসি কিংবা যাবজ্জীবনের দণ্ড হয়েছে। আমরা মনে করি এটা যথার্থই হয়েছে।’ এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাওয়া ভবনে মিটিংটা হয়েছে এটা সঠিক। আমাদের যারা তদন্ত করেছেন তাদের রিপোর্ট এবং আমাদের আইনজীবীরা যথার্থভাবে তুলে ধরেছেন। বিচারক যে রায় দিয়েছেন এখানে আমার বলার কিছু নেই, উনি যথার্থভাবে বিবেচনা করে দিয়েছেন। আমাদের রাষ্ট্রপক্ষ যদি মনে করে রায় যথার্থ হয়নি এখানে আপিলেরও ব্যাপার আছে, সেখানে যেতে পারে, আমি সেখানে কোনো মন্তব্য করছি না।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ডের রায় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসাদুজ্জামান বলেন, ‘জাতির কাছে এটাই বার্তা— যারা অপকর্ম করবে, ষড়যন্ত্র করবে, যারা দেশদ্রোহিতার কাজ করবে, দেশের প্রচলিত আইন তাদের রেহাই করবে না, জনগণ কোনো দিন তাদের ভুলবে না, তাদের অপরাধের শাস্তি পেতেই হবে।’

সর্বশেষ খবর