সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নিটল-আয়াত আইডিয়া কনটেস্ট

সেরা তিন আইডিয়াবিদ যাবেন নেপাল

নিজস্ব প্রতিবেদক

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বিজনেস আইডিয়া নিয়ে ব্যতিক্রমী প্রতিযোগিতা নিটল-আয়াত আইডিয়া কনটেস্ট। শনিবার সন্ধ্যায় রাজধানীর  সেগুনবাগিচায় কচিকাঁচার আসর মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই কনটেস্টের গ্রান্ড ফিনালে। প্রতিযোগিতার সেরা তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। ফেলে দেওয়া প্লাস্টিক বিশেষ উপায়ে সংগ্রহ ও তা থেকে ব্যবহারযোগ্য নতুন পণ্য তৈরির আইডিয়ার জন্য টিম গ্রিনিশকে বিজয়ী ঘোষণা করা হয়। বিইউপির তিন ছাত্র এই আইডিয়া উপস্থাপন করেছেন। তাদের দলনেতা ছিলেন তানভীর আহমেদ। শারীরিকভাবে অক্ষম ও বৃদ্ধদের নিয়ে আইডিয়া তৈরির জন্য টিম ব্রিজ প্রথম রানার আপ হয় যার দলনেতা নাতাশা ইশরাত কবীর। কৃষি পণ্য নষ্ট হওয়া কমানো, অনলাইন মার্কেট প্লেসে বিক্রির আইডিয়া নিয়ে ফার্মার্স ফাইটার্স টিম দ্বিতীয় রানার আপ হয়েছে। তাদের দলনেতা মো. মোজাম্মেল হক। পুরস্কার হিসেবে তিনজন সেরা প্রতিযোগী পাবেন  নেপাল ভ্রমণের সুযোগ। বিচারক প্যানেলে ছিলেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাটার হেড অব বিজনেস রেজাউল করিম, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শামীমা দোলা।

 শামীমা দোলা বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী উচ্চ আয়ের দেশে  পৌঁছাতে গতানুগতিক চাকরির ধারণায় না থেকে দেশে ব্যাপকভাবে উদ্যোক্তা শ্রেণির দরকার। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বের হয়ে আসা আইডিয়া উদ্যোক্তা শ্রেণি তৈরিতে সহায়তা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর