একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজশাহীর ৫ এমপির মধ্যে সম্পদ বেড়েছে চারজনের। এবার নির্বাচনে অংশ নেওয়া চারজনেরই বার্ষিক আয় ও সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ। কোনো কোনো এমপির আয় ও সম্পদ বেড়েছে কয়েক গুণ পর্যন্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দেওয়া হলফনামা এবং ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, বার্ষিক আয় সবচেয়ে বেশি রাজশাহী-৬ আসনের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। তার বার্ষিক আয় ৩ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৮০৮ টাকা। আর সবচেয়ে কম আয় রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার। বাদশার বার্ষিক আয় ৭ লাখ ৫০০ টাকা। অন্যদিকে গত নির্বাচনের তুলনায় এবার বার্ষিক আয় কমে গেছে এনামুল হকের। জেলা নির্বাচন অফিস সূত্র মতে, জেলার ছয়টি আসনে এবার মোট ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ৫ জনই আছেন বর্তমান এমপি। এই ৫ জনের মধ্যে চারজন এর আগে দুবার করে এমপি নির্বাচিত হয়েছেন। পাঁচজনের মধ্যে তিনজনই গত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছেন। রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর গত ৫ বছরে তার আয় এবং সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বর্তমান বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৬ লাখ ৫০ হাজার টাকা। গতবার নির্বাচনের আগে যেটি ছিল ২০ লাখ ৬৪ হাজার ৮২৭ টাকা। ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ৮৮ লাখ ৫২ হাজার ৯২৪ টাকা। রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সম্পদ এবং আয় দুটিই বেড়েছে। বাদশার এবার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ৫০০ টাকা। এর আগে ২০১৪ সালে তার আয় দেখানো হয়েছিল ৬ লাখ ২৪ হাজার ৭৭২ টাকা। তার পাঁচ বছর আগে ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ২ লাখ ২ হাজার টাকা। রাজশাহী-৩ আসনের বর্তমান এমপি আয়েন উদ্দিনের আয়ও বেড়েছে। তার বর্তমান বার্ষিক আয় দেখানো হয়েছে ৩১ লাখ ৮৫ হাজার ৬০৫ টাকা। পাঁচ বছর আগে তার বার্ষিক আয় ছিল মাত্র ২ লাখ ৭৫ হাজার টাকা। রাজশাহী-৪ আসনের বর্তমান এমপি এনামুল হকের এবার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৯ লাখ টাকা। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে ছিল ৫০ লাখ টাকা। ২০০৮ সালের নির্বাচনে ছিল ২০ লাখ টাকা। রাজশাহী-৬ আসনের বর্তমান এমপি শাহরিয়ার আলমের বার্ষিক আয় তিন কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৮০৮ টাকা। যা পাঁচ বছর আগের তুলনায় বেড়েছে তিনগুণের বেশি। গত নির্বাচনে তার আয় দেখানো হয়েছিল ১ কোটি ১৫ লাখ ১৩ হাজার ১৮০ টাকা। ২০০৮ সালে ছিল যা ৯৭ লাখ ৭৩ হাজার ৯৪৯ টাকা।
শিরোনাম
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
রাজশাহীর এমপিদের যত সম্পদ
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর