মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম

পুলিশের ‘টেনশন’ পলাতক ২৮ হাজার আসামি নিয়ে!

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ হাজার পলাতক আসামি নিয়ে টেনশনে প্রশাসন। যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশই দুর্ধর্ষ অপরাধী। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরও তারা মাসের পর মাস পলাতক রয়েছে। রাজনৈতিক দলের নেতাদের দাবি, পলাতক দুর্ধর্ষ এ অপরাধীরা আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। তাই তাদের গ্রেফতারের আওতায় আনা জরুরি। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, নির্বাচনের আগে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তাদের গ্রেফতার করা না হলে নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে তারা মাঠে নামবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। সন্ত্রাসীদের গ্রেফতার না করলে নির্বাচন পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ কে এম এমরান হোসেন ভুইয়া বলেন, বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। এরা যাতে নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রয়েছে পুলিশের। নগরীর খুলশী থানার ওসি শেখ নাছির উদ্দিন ও কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন   বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া আসামিরা যাতে নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নজর রয়েছে পুলিশের। চট্টগ্রাম আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন আদালত থেকে গত ছয় মাসে প্রায় সাড়ে ১১ হাজার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ ছাড়া প্রায় চারশ নাশকতার মামলার প্রায় আট হাজার আসামির মধ্যে সিংহভাগই পলাতক।

 

সর্বশেষ খবর