প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত থাকা উচিত। এতে তরুণ প্রজন্মের মধ্যে মানবাধিকার বিষয়ক জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি তৈরি হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধসম্পন্ন মানবাধিকার সংক্রান্ত মূল্যবোধের সঙ্গে তরুণ সমাজকে প্রাত্যহিক জীবনে অভ্যস্ত করতে এটা সহায়তা করবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার এলিশন ব্লেক, সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্নাইটার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টেইন, ইউএনডিপি-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। স্বাগত বক্তব্য দেন কমিশনের সদস্য প্রফেসর আখতার হোসেন। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের সংবিধানে মানবাধিকারগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব অধিকারকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছে। এই মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিল হবে। কাজী রিয়াজুল হক বলেন, সারা পৃথিবীতে মানবাধিকারের ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। তবে বাংলাদেশে অবস্থা ভালো। এখানে এখনো নিখোঁজ হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। পত্রপত্রিকার মাধ্যমে আমরা এ বিষয়ে জেনে তদন্ত করে সরকারকে প্রতিবেদন দেই। তিনি বলেন, আমরা চেষ্টা করছি যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেখানে ছুটে যেতে। তবে আমাদের কিছু সমস্যা আছে। মানবাধিকার কমিশনের লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। সরকারের কাছে এ বিষয়ে আমরা আবেদন করেছি।
শিরোনাম
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার