প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত থাকা উচিত। এতে তরুণ প্রজন্মের মধ্যে মানবাধিকার বিষয়ক জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি তৈরি হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধসম্পন্ন মানবাধিকার সংক্রান্ত মূল্যবোধের সঙ্গে তরুণ সমাজকে প্রাত্যহিক জীবনে অভ্যস্ত করতে এটা সহায়তা করবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার এলিশন ব্লেক, সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্নাইটার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টেইন, ইউএনডিপি-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। স্বাগত বক্তব্য দেন কমিশনের সদস্য প্রফেসর আখতার হোসেন। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের সংবিধানে মানবাধিকারগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব অধিকারকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছে। এই মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিল হবে। কাজী রিয়াজুল হক বলেন, সারা পৃথিবীতে মানবাধিকারের ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। তবে বাংলাদেশে অবস্থা ভালো। এখানে এখনো নিখোঁজ হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। পত্রপত্রিকার মাধ্যমে আমরা এ বিষয়ে জেনে তদন্ত করে সরকারকে প্রতিবেদন দেই। তিনি বলেন, আমরা চেষ্টা করছি যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেখানে ছুটে যেতে। তবে আমাদের কিছু সমস্যা আছে। মানবাধিকার কমিশনের লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। সরকারের কাছে এ বিষয়ে আমরা আবেদন করেছি।
শিরোনাম
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
পাঠ্যপুস্তকে মানবাধিকার শিক্ষা অন্তর্ভুক্ত থাকা উচিত
---------------------------- প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর