জমি অধিগ্রহণ, ডিসিআর (বন্দোবস্ত) ও অবৈধ দখলের কারণে ফের আটকে গেছে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। নতুন বছরের শুরুতে সড়ক নির্মাণের কথা থাকলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। এদিকে সংকট মোকাবিলায় আজ সরেজমিনে প্রকল্পের কাজ দেখতে যাচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), খুলনা সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। এর আগে ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুততম সময়ে সড়ক প্রশস্তকরণ কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, প্রকল্পের জমি অধিগ্রহণ হলেও কিছু অবৈধ দখলদার সেখানে আছে। এ ছাড়া কিছু খাস জমিতে অবৈধভাবে স্থাপনা করে হয়েছে। তারা এখন ক্ষতিপূরণ দাবি করছে। এটা নিয়ে কেসিসি, কেডিএ ও জেলা প্রশাসনের সমন্বয় বৈঠক হয়েছে। দ্রুততম সময়ে প্রতিবন্ধকতা দূর করা হবে। এদিকে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দ্রুত পরিশোধ করতে হবে। তিনি বলেন, এ সড়ক নিয়ে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই খুব দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করতে হবে। জানা যায়, ২০১৩ সালে সরকারি অর্থায়নে ৯৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে কেডিএ। প্রকল্পের আওতায় প্রশস্তকরণের মাধ্যমে সড়ক চার লেনে উন্নীতকরণ, ডিভাইডার, লাইট ও কালভার্ট নির্মাণে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা জটিলতায় প্রকল্প মেয়াদ ও প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ১২৬ কোটি টাকা। কেডিএর নির্বাহী প্রকৌশলী ও সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, জমি অধিগ্রহণ, ডিসিআর ও অবৈধ দখলের কারণে সড়ক নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে সংকট মোকাবিলা করে শিগগিরই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
শিরোনাম
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
সংকটে খুলনা শিপইয়ার্ড
ফের আটকে গেছে সড়ক প্রশস্তকরণ প্রকল্প ♦ দৃশ্যমান অগ্রগতিও নেই
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর