জমি অধিগ্রহণ, ডিসিআর (বন্দোবস্ত) ও অবৈধ দখলের কারণে ফের আটকে গেছে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। নতুন বছরের শুরুতে সড়ক নির্মাণের কথা থাকলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। এদিকে সংকট মোকাবিলায় আজ সরেজমিনে প্রকল্পের কাজ দেখতে যাচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), খুলনা সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। এর আগে ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুততম সময়ে সড়ক প্রশস্তকরণ কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, প্রকল্পের জমি অধিগ্রহণ হলেও কিছু অবৈধ দখলদার সেখানে আছে। এ ছাড়া কিছু খাস জমিতে অবৈধভাবে স্থাপনা করে হয়েছে। তারা এখন ক্ষতিপূরণ দাবি করছে। এটা নিয়ে কেসিসি, কেডিএ ও জেলা প্রশাসনের সমন্বয় বৈঠক হয়েছে। দ্রুততম সময়ে প্রতিবন্ধকতা দূর করা হবে। এদিকে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দ্রুত পরিশোধ করতে হবে। তিনি বলেন, এ সড়ক নিয়ে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই খুব দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করতে হবে। জানা যায়, ২০১৩ সালে সরকারি অর্থায়নে ৯৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে কেডিএ। প্রকল্পের আওতায় প্রশস্তকরণের মাধ্যমে সড়ক চার লেনে উন্নীতকরণ, ডিভাইডার, লাইট ও কালভার্ট নির্মাণে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা জটিলতায় প্রকল্প মেয়াদ ও প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ১২৬ কোটি টাকা। কেডিএর নির্বাহী প্রকৌশলী ও সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, জমি অধিগ্রহণ, ডিসিআর ও অবৈধ দখলের কারণে সড়ক নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে সংকট মোকাবিলা করে শিগগিরই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
শিরোনাম
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি