পাঁচ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। গতকাল রাজধানীর তোপখানা রোডের সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে। দাবি পূরণ না হলে ২০ ফেব্রুয়ারি একই স্থানে পুনরায় মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে।
তারপরও আমাদের দাবি আদায় না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করব। দাবিগুলো হলো- পোষ্যদের যোগ্যতা অনুসারে আনুপাতিক হারে নিয়োগ, নিয়োগে বাণিজ্য বন্ধ, অবসরপ্রাপ্ত ও কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারীদের একজনকে নিয়োগ, ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগে নিয়োগপ্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কর্তৃক তদন্তের দাবি এবং ১ম ও ২য় গ্রেডের ৪০% কোটা পুনর্বহালের দাবি।