মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই : লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল বেলা ১১টায় নগর ভবনের সভাকক্ষে রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত সভায় রাজশাহীর উন্নয়নে সরকারি এসব প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন মেয়র। এ সময় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মেয়র বলেন, ‘সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং সিটি করপোরেশন একে অন্যকে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই মিলে আমরা রাজশাহীকে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর, বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’ সভায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে বিমানবন্দর সড়ক ৬ লেনে উন্নীতকরণ, তালাইমারী থেকে কাটাখালীর রাস্তা ৬ লেনে উন্নীতকরণ, রাজশাহী কলেজ থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত রাস্তার উন্নয়ন, ফুটপাথ, জেব্রাক্রসিং, শহর ও অফিস সবুজায়ন, রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু, রাজশাহী-কক্সবাজার ট্রেন সার্ভিস চালু, রাজশাহী-আবদুলপুর ডুয়েল-গেজ রেললাইন স্থাপন, পদ্মাপাড়ের উন্নয়ন, রাস্তার প্রশস্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ খবর