শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বরিশালে বিনামূল্যে বসুন্ধরার চক্ষুশিবির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটসহ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনভর বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ধামুরা পুরাতন বাসস্ট্যান্ডের ধামুরা ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লি?নিকে দিনভর চক্ষুশিবিরে প্রায় ৩ হাজার রোগীর চোখ পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্জন ডা. এম এ খালেক জানান, চোখে কম দেখা, ছানি পড়াসহ চোখের বিভিন্ন সমস্যাগ্রস্থকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড             রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে এ চিকিৎসা দেওয়া হচ্ছে। চক্ষুশিবিরের সমন্বয়কারী তানজিল আহমেদ জানান, চক্ষুশিবিরে প্রধানত চোখের প্রাথমিক সমস্যা নির্ণয় ও চিকিৎসাসেবা দেওয়া হয়। চোখের ছানি পড়াসহ জটিল রোগীদের পরে বিনামূল্যে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি অসহায়-দুস্থদের যাতায়াতের খরচও দেওয়া হয়।

সর্বশেষ খবর