বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এমআইএসটির ১৭তম গ্র্যাজুয়েশন সেরিমনি

নিজস্ব প্রতিবেদক

এমআইএসটির ১৭তম গ্র্যাজুয়েশন সেরিমনি

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন ছবি : আইএসপিআর

মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) গতকাল ১৭তম গ্র্যাজুয়েশন সেরিমনিতে  সেনাবাহিনী প্রধান  জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান এমআইএসটির বিষ¥য়কর অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সবাইকে, বিশেষভাবে ধারাবাহিক সহায়তা এবং দিকনির্দেশনার সঙ্গে জড়িত সার্ভিসেস হেডকোয়ার্টারের প্রশংসা করেন। এ বছর গ্র্রাজুয়েশন সম্পন্ন করেন ৬৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০৭ জন বেসামরিক, ২২৫ জন সামরিক এবং ০২ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নিউক্লিয়ার সাই›স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএ-৮২৮১  মেজর কে এম যাহিন নাসির, ইঞ্জিনিয়ার্স কে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ দেওয়া হয়।

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, এমআইএসটির কমান্ড্যান্ট কমডোর এম মুনির হাসান এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর