শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’

সংস্কৃতিক প্রতিবেদক

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে। এ প্রতিপাদ্য হচ্ছে ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’। গতকাল সকাল সাড়ে ৯টায় চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি বের করা হবে। এরপর এটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হবে।  অন্যদিকে ছায়ানটের আয়োজনে সকাল সাড়ে ৬টা থেকে রমনার বটমূলে থাকছে বর্ষবরণের প্রভাতি আয়োজন। সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসব : প্রয়াত শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে পদাতিক নাট্য সংসদের আয়োজনে শুরু হয়েছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব, ২০১৯। গত সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেন নাট্যজন মামনুর রশীদ ও ম হামিদ।

একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনেই মঞ্চায়ন হবে উৎসবের নাটকগুলো। ঢাকার ১৪, ঢাকার বাইরের ২ ও ভারতের ৪টি- এ ২০টি নাট্যদলের ২০টি নাটক এবারের উৎসবে মঞ্চায়ন হবে। ১১ এপ্রিল শেষ হবে এ উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর