রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সেই নাঈম পেল বিনা ভাড়ার ঘর

নিজস্ব প্রতিবেদক

সেই নাঈম পেল বিনা ভাড়ার ঘর

বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডে  ফায়ার সার্ভিসের পানির পাইপের লিকেজে পলিথিন পেঁচিয়ে ধরে দেশব্যাপী প্রশংসিত হয়েছে ঢাকার কড়াইল বস্তির শিশু নাঈম। তার এই মহান মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সিলেট প্রবাসী এক যুবক কিছুদিন আগে শিশুটিকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এবার এই প্রশংসনীয় কাজের জন্য বিনা ভাড়ার ঘরে পরিবারকে নিয়ে থাকার সুযোগ পেয়েছে নাঈম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের ডেপুটি কমিশনার মোশতাক আহমেদ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান। সেই স্ট্যাটাসে মোশতাক আহমেদ লেখেন, বনানীর ভয়াবহ আগুন নেভানোর ক্ষেত্রে শিশু নাঈম অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। অথচ তার পরিবারের থাকার জন্য নির্দিষ্ট কোনো স্থান ছিল না। গুলশান বিভাগের বনানী থানা আজ কড়াইলে নাঈমের পরিবারকে বিনা ভাড়ার একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর