শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির শিল্পী

-অধ্যাপক হারুন অর রশিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ বলেছেন, বঙ্গবন্ধুকে অনেকে রাজনীতির কবি বলেন। কিন্তু আমার মনে হয় তিনি রাজনীতির শিল্পী। তিনি যেভাবে একটি দেশকে স্বাধীন করেছেন, তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বঙ্গবন্ধু হঠাৎ করেই বাংলাদেশ সৃষ্টির পরিকল্পনা করেননি। গতকাল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার প্রধান আলোচক অধ্যাপক হারুন অর রশিদ বলেন, ১৯৬৬   সালে যখন আওয়ামী লীগের সম্মেলন হয়, তখন সেই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ছিল আমার সোনার বাংলা; যেটা বর্তমানে আমাদের জাতীয় সংগীত। এ রকম আরও অসংখ্য বিষয় আছে যা থেকে বোঝা যায় বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অধ্যাপক হারুন অর রশিদ বলেন, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল বলেই আমাদের মহান মুক্তিযুদ্ধ অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। যার ফলে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

মুজিবনগর দিবসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা : মুজিবনগর দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. হারুন উর রশীদ, মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, ভাইস চেয়ারম্যান মো. মমিনুল হক, আহমেদ উল্লাহ রতন, মো. ছিদ্দিক মোল্লা, নাজির আহমেদ চৌধুরী মাকছুদ, কমান্ডার নজরুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান মো. আবদুল হাই প্রমুখ।

 

সর্বশেষ খবর