খুলনা বিভাগের তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলের বর্তমান নেতৃত্ব, ঐক্যফ্রন্টের ভূমিকাসহ নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরে দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নির্দেশনার পর খুলনা বিভাগের সাতটি জেলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় দলকে পুনর্গঠনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে প্রায় প্রতিদিনই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফিডব্যাক’ দিতে হয়। সর্বশেষ ১৬ এপ্রিল খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, খুলনা জেলার নির্বাহী কমিটির সভায় এরই মধ্যে রূপসা, তেরখাদা ও দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বহাল রেখে বাকি ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় মহানগর ও জেলা কমিটির মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসানের সিদ্ধান্ত হয়। এখন থেকে দুই কমিটি একই সঙ্গে দলের কর্মসূচি বাস্তবায়ন করবে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দলের এই দুঃসময়ে আমরা নিজেদের মধ্যে বিভেদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে। ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না। এক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
বদলে যাচ্ছে খুলনা বিএনপি
দল পুনর্গঠনের নির্দেশ তারেকের, কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর