খুলনা বিভাগের তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলের বর্তমান নেতৃত্ব, ঐক্যফ্রন্টের ভূমিকাসহ নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরে দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নির্দেশনার পর খুলনা বিভাগের সাতটি জেলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় দলকে পুনর্গঠনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে প্রায় প্রতিদিনই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফিডব্যাক’ দিতে হয়। সর্বশেষ ১৬ এপ্রিল খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, খুলনা জেলার নির্বাহী কমিটির সভায় এরই মধ্যে রূপসা, তেরখাদা ও দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বহাল রেখে বাকি ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় মহানগর ও জেলা কমিটির মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসানের সিদ্ধান্ত হয়। এখন থেকে দুই কমিটি একই সঙ্গে দলের কর্মসূচি বাস্তবায়ন করবে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দলের এই দুঃসময়ে আমরা নিজেদের মধ্যে বিভেদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে। ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না। এক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী