খুলনা বিভাগের তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলের বর্তমান নেতৃত্ব, ঐক্যফ্রন্টের ভূমিকাসহ নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরে দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নির্দেশনার পর খুলনা বিভাগের সাতটি জেলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় দলকে পুনর্গঠনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে প্রায় প্রতিদিনই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফিডব্যাক’ দিতে হয়। সর্বশেষ ১৬ এপ্রিল খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, খুলনা জেলার নির্বাহী কমিটির সভায় এরই মধ্যে রূপসা, তেরখাদা ও দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বহাল রেখে বাকি ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় মহানগর ও জেলা কমিটির মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসানের সিদ্ধান্ত হয়। এখন থেকে দুই কমিটি একই সঙ্গে দলের কর্মসূচি বাস্তবায়ন করবে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দলের এই দুঃসময়ে আমরা নিজেদের মধ্যে বিভেদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে। ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না। এক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
বদলে যাচ্ছে খুলনা বিএনপি
দল পুনর্গঠনের নির্দেশ তারেকের, কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর