খুলনা বিভাগের তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলের বর্তমান নেতৃত্ব, ঐক্যফ্রন্টের ভূমিকাসহ নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরে দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নির্দেশনার পর খুলনা বিভাগের সাতটি জেলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় দলকে পুনর্গঠনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে প্রায় প্রতিদিনই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফিডব্যাক’ দিতে হয়। সর্বশেষ ১৬ এপ্রিল খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, খুলনা জেলার নির্বাহী কমিটির সভায় এরই মধ্যে রূপসা, তেরখাদা ও দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বহাল রেখে বাকি ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় মহানগর ও জেলা কমিটির মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসানের সিদ্ধান্ত হয়। এখন থেকে দুই কমিটি একই সঙ্গে দলের কর্মসূচি বাস্তবায়ন করবে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দলের এই দুঃসময়ে আমরা নিজেদের মধ্যে বিভেদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে। ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না। এক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
শিরোনাম
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
বদলে যাচ্ছে খুলনা বিএনপি
দল পুনর্গঠনের নির্দেশ তারেকের, কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর