সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা
গোলটেবিল বৈঠকে বক্তারা

পরিবারের অসচেতনতায় বাড়ছে মানসিক ব্যাধি

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ রূপ নিচ্ছে মানসিক ব্যাধি। সন্তানের প্রতি বাবা-মায়ের উদাসীনতা ও অসচেতনতা, যৌথ পরিবার ভেঙে যাওয়া, শিশুদের প্রযুক্তি আসক্তিসহ বেশকিছু কারণে মানসিকভাবে অসুস্থ একটি প্রজন্ম গড়ে উঠছে। দেশের ১৮ দশমিক ৪ ভাগ শিশুই বর্তমানে মানসিক ব্যাধির শিকার। একই সঙ্গে দুর্নীতি, বিচারহীনতা, কর্মক্ষেত্রে বৈষম্য, ন্যায্য অধিকার না পাওয়া, পারিবারিক অশান্তিসহ নানা কারণে দেশের ১৬ দশমিক ১ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিকভাবে অসুস্থ। এই অসুস্থ মানুষগুলোই জঙ্গিবাদ, ধর্ষণসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। মাদকে আসক্ত হচ্ছে। বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। এ ব্যাপারে পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে দেশ সামাজিক, অর্থনৈতিকসহ নানা সূচকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) কনফারেন্স রুমে ‘মানসিক স্বাস্থ্য ও বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মনোবিদ ও মনোরোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক আলম, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. মেখলা সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মেহজাবিন, এ্যাপোলো হসপিটালসের সিনিয়র কনসালট্যান্ট ডা. নিগার সুলতানা প্রমুখ। ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় দৈনিক কালের কণ্ঠ  বৈঠকটির আয়োজন করে।

সর্বশেষ খবর