রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

একাদশে ভর্তির আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা যাবে আজ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ২৩ মে পর্যন্ত। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ দুপুর ১২টায় ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

ভর্তি নীতিমালা অনুযায়ী আটটি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে উত্তীর্ণরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যারা এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে তাদেরও একই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ২৭ থেকে ৩০ জুনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। ১ জুলাই কলেজ ও মাদ্রাসাগুলোয় একাদশের ক্লাস শুরু হবে।

অনলাইনের (www.xiclassadmission.gov.bd) পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ভর্তির আবেদন করা যাবে। এ বছরও অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে। ২৪ থেকে ২৬ মের মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৩ থেকে ৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুন পর্যন্ত কলেজ নিশ্চায়ন করতে হবে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ১৯ থেকে ২০ জুন পর্যন্ত। প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ২১ জুন। একই দিনে ২১ জুন দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ে কলেজ নিশ্চায়ন করতে হবে ২২ থেকে ২৩ জুনের মধ্যে। তৃতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে ২৪ জুন। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ২৫ জুন। তৃতীয় পর্যায়ে কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে ২৬ জুনে।

ভর্তি ফি হিসেবে মফস্বল/পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ১ হাজার, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না। ঢাকা মহানগরী এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মহানগরী এলাকায় আংশিক এমপিওভুক্ত, এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য ভর্তির সময় ভর্তি ফি, সেশনচার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। আর উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।

সর্বশেষ খবর