শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রীর সামনে জেলেদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করতে এসে জেলেদের বিক্ষোভের মুখে পড়েছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষ করে তিনি জেলেদের বিক্ষোভের মুখে পড়েন।

আগামী ২০ মে থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে- এ ব্যাপারে সার্কিট হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভের সময় জেলেরা ‘মাছ ধরায় নিষেধাজ্ঞা, মানি না মানব না’ স্লোগান দিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি আটকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে পুলিশের সহায়তায় তিনি সার্কিট হাউস থেকে বের হয়ে যান।

প্রতিমন্ত্রীর পেছনের গাড়িতে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন গাড়ি থামিয়ে জেলেদের সঙ্গে কথা বলেন। তিনি মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা এবং সহায়তার আশ্বাস দেন।

সর্বশেষ খবর