বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষকদের অবস্থান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে গতকাল চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বলেন, ‘জাতীয়করণের আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করব না।’ তিনি আরও বলেন, ৯ জানুয়ারি ২০১৩ সালে প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। যোগ্য আরও ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। দ্রুত জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ জাফর ইকবাল প্রমুখ।

সর্বশেষ খবর