বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বগুড়ার শিক্ষাপ্রতিষ্ঠানে আদায় করা ফি কেন ফেরত নয়

হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বগুড়া

ভর্তি নীতিমালা লঙ্ঘন করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত সেশন ফি কেন ফেরত দেওয়া হবে না, তা জানতে চেয়ে বগুড়ার ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করে সেশন ফি আদায়ের বিষয়টি তদন্ত করে বগুড়ার জেলা প্রশাসককে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশও দিয়েছে আদালত। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

অতিরিক্ত ফি নেওয়া বগুড়ার ওই ছয় বিদ্যালয় হচ্ছেÑ ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, টিএমএসএস স্কুল অ্যান্ড কলেজ, সিটি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এসওএস হারমেন মেইনার স্কুল অ্যান্ড কলেজ। এর আগে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান আকন্দ রিট আবেদনটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মোশারফ হোসেন। পরে তিনি জানান, গত বছরের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০, উপজেলা এলাকায় ১০০০, পৌর ও জেলা সদরে ২ হাজার এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩০০০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। ভর্তি নীতিমালা অনুসরণ না করলে স্কুলের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বলা হয়েছে নীতিমালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর