বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লা বোর্ডে ৩১ কলেজে শতভাগ পাস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৩১টি কলেজ এ বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। এরমধ্যে ২০টি কুমিল্লার, পাঁচটি চাঁদপুরের আর নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর দুইটি করে কলেজে রয়েছে। শতভাগ পাসের কলেজগুলো হলো-পরশুরামের আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ, দাউদকান্দির জুরানপুর আদর্শ কলেজ, বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ ও আবদুল মতিন খসরু কলেজ, ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান কলেজ, চৌধুরী ডিগ্রি কলেজ,   চাটখিল মহিলা কলেজ, কচুয়ার আশিক আলী খান কলেজ, বরুড়ার আগানগর আদর্শ কলেজ, চাটখিলের আবদুল ওয়াব কলেজ, কচুয়ার ডা. মনসুর উদ্দিন মহিলা কলেজ, লাকসামের মুদাফ্ফরগঞ্জ এ এন হাইস্কুল অ্যান্ড কলেজ, বরুড়ার ছোট তুলাগাঁও মহিলা কলেজ, কচুয়ার এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়ার বঙ্গবন্ধু সরকারি কলেজ, রামগঞ্জের ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমি, ব্রাহ্মণপাড়ার আবদুল মতিন মহিলা কলেজ ও গোপালনগর আদর্শ কলেজ, নাঙ্গলকোটের ডা. জোবায়দা হান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ, দেবিদ্বারের গঙ্গাম-ল সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, ফেনী গালর্স ক্যাডেট কলেজ, মতলব দক্ষিণের কার্টার একাডেমি, দাউদকান্দির বেগম রাবেয়া গালর্স কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, দেবিদ্বার এলাহাবাদ কলেজ, মতলব উত্তরের জীবনগঞ্জ জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজ, তিতাসের ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গালর্স কলেজ, চৌদ্দগ্রামের মডেল কলেজ ও ধর্মপুর নাজিম আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়ার প্রিন্সিপাল আবদুল মজিদ দেওয়ান কলেজ, সদর দক্ষিণের সিসিএন মডেল কলেজ  লক্ষ্মীপুর ক্যামব্রিজ সিটি কলেজ। 

 

 

সর্বশেষ খবর