বুকে ধানের শীষ প্রতীক আর মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে সিলেট সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেট ঘোষণাকালে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। গতকাল দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আরিফ। বাজেটে সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে। দুপুর ১২টায় সাদা পাঞ্জাবির ওপর সোনালি রঙের ধানের শীষ প্রতীক লাগিয়ে বাজেট ঘোষণা করতে অনুষ্ঠানস্থলে আসেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেট বক্তৃতার শুরুতে শুভেচ্ছা জ্ঞাপনের পরই আগস্টকে শোকের মাস উল্লেখ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সবার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। তাঁদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের ওপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর সাড়ে ৬ কোটি টাকা, বিজ্ঞাপনের ওপর কর ১ কোটি ২০ লাখ টাকা। সিটি করপোরেশনের নিজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪২ লাখ ৯৬ হাজার টাকা। এ ছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ২০০ কোটি টাকা আয় দেখানো হয়েছে। ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে ধরা হয়েছে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা ও অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮০ লাখ টাকা। কর নির্ধারক চন্দন দাশের সঞ্চালনায় বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, সিটির প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর এবং বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
বাজেটের আকার ৭৮৯ কোটি টাকা
মুখে বঙ্গবন্ধু, বুকে ধানের শীষ নিয়ে আরিফের বাজেট ঘোষণা
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর