বুকে ধানের শীষ প্রতীক আর মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে সিলেট সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেট ঘোষণাকালে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। গতকাল দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আরিফ। বাজেটে সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে। দুপুর ১২টায় সাদা পাঞ্জাবির ওপর সোনালি রঙের ধানের শীষ প্রতীক লাগিয়ে বাজেট ঘোষণা করতে অনুষ্ঠানস্থলে আসেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেট বক্তৃতার শুরুতে শুভেচ্ছা জ্ঞাপনের পরই আগস্টকে শোকের মাস উল্লেখ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সবার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। তাঁদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের ওপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর সাড়ে ৬ কোটি টাকা, বিজ্ঞাপনের ওপর কর ১ কোটি ২০ লাখ টাকা। সিটি করপোরেশনের নিজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪২ লাখ ৯৬ হাজার টাকা। এ ছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ২০০ কোটি টাকা আয় দেখানো হয়েছে। ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে ধরা হয়েছে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা ও অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮০ লাখ টাকা। কর নির্ধারক চন্দন দাশের সঞ্চালনায় বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, সিটির প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর এবং বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
বাজেটের আকার ৭৮৯ কোটি টাকা
মুখে বঙ্গবন্ধু, বুকে ধানের শীষ নিয়ে আরিফের বাজেট ঘোষণা
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর