রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইলেকট্রনিক্স কারখানায় আগুনে শত কোটি টাকার ক্ষতি!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মাইওয়ান গ্রুপের মিনিস্টার ইলেকট্রনিক্স কারখানায় আগুনে বিপুল পরিমাণ টেলিভিশন ও  হোম অ্যাম্পøায়েন্সসহ বিভিন্ন মালামাল পুড়ে ১০০  কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ। মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ গতকাল গাজীপুরের ধীরাশ্রমে কারখানা চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারখানার প্রায় সব মাল প্লাস্টিক জাতীয়। সেজন্য নেভানোর সব সরঞ্জাম থাকা সত্ত্বেও আগুন ব্যাপক আকার ধারণ করে এবং বিপুল পরিমাণ ক্ষতি হয়। প্রাথমিকভাবে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আগুনে বিভিন্ন মালামাল পুড়ে কারখানার ১০০  কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে দাবি করে তিনি ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারখানার জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মনিরুল হাসান স্বপন, পরিচালক (অর্থ) মো. মজিবুর রহমান, পরিচালক (ফ্যাক্টরি অপারেশন) হাজী গোলাম  মোস্তফা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর