বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দারিদ্র্য-অপুষ্টি দূরীকরণে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তবে নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-জিএইচআই) ২০১৯-তে এ তথ্য পাওয়া গেছে। এবারের সূচক অনুসারে বাংলাদেশের অবস্থান ৮৬তম। ১১৯টি দেশকে নিয়ে এ সূচক করা হয়েছে। ২০১৮ সালের সূচকেও বাংলাদেশ একই অবস্থানে ছিল। এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১০৩তম এবং পাকিস্তান ১০৬তম স্থানে রয়েছে। এ দুটি দেশই বাংলাদেশের অনেক পেছনে। তবে নেপাল (৭২), শ্রীলঙ্কা (৬৭) এবং মিয়ানমার (৬৮) বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। গতকাল এ সূচকটি প্রকাশ করা হয়েছে। যৌথভাবে এটি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানভিত্তিক সংস্থা ওয়েলটহাঙ্গারহিলফ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর