শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক

কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তোড়জোড়

কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তোড়জোড় শুরু হয়েছে। কৃষক লীগের পদে আসতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আগামীকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়া যাবে। পদপ্রত্যাশী নেতাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে প্রবীণ কৃষক নেতা কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব উল আলম শান্তিকে আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু ও দফতর সম্পাদক নাজমুল আলম পানুকে সদস্য করে তিন সদস্যের একটি ‘জীবনবৃত্তান্ত সংগ্রহ উপকমিটি’ গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আমরা সেজন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ উপকমিটি গঠন করেছি। তাদের কাছে ১০ নভেম্বরের মধ্যে কৃষক লীগের পদপ্রত্যাশীরা কাক্সিক্ষত পদ উল্লেখসহ, পূর্ণাঙ্গ বায়োডাটা জমা দিতে পারবেন। এখান থেকে যাচাই-বাছাই করে আমরা কমিটি গঠন করব। কৃষিসংশ্লিষ্ট ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদেরই কমিটিতে প্রাধান্য দেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর