শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সম্ভাবনার দ্বার খুলছে চট্টগ্রামে

তথ্যপ্রযুক্তির ৮ প্রকল্প পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এ সপ্তাহেই

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

সম্ভাবনার দ্বার খুলছে চট্টগ্রামে

ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে তথ্যপ্রযুক্তি। প্রযুক্তির চরম উৎকর্ষতার স্বপ্ন দেখছে দেশ। বিকাশমান প্রযুক্তির এ ধারাবাহিকতায় যুক্ত হয়েছে চট্টগ্রাম। চলছে প্রযুক্তিকেন্দ্রিক আটটি প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নতুন রূপ পাবে চট্টগ্রাম। আগামী ১৭ নভেম্বর চট্টগ্রামে চলমান আটটি প্রকল্প পরিদর্শন এবং কাজ উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রামে প্রযুক্তি কেন্দ্রিক চলমান আটটি প্রকল্প পরিদর্শন এবং কাজের উদ্বোধন করার কথা। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে নির্মাণাধীন ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’-এর চলমান কাজ পরিদর্শন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন, চুয়েটে ‘রোবোটিকস ল্যাব’, ‘মোবাইল গেইম অ্যান্ড অ্যাপস ডেভেলপমেন্ট সেন্টার’ উদ্বোধন, আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের চলমান ‘সোস্যাল মিডিয়া প্যারেড’ এর সমাপনী অনুষ্ঠান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রস্তাবিত ‘হাইটেক পার্ক’ এর ভূমি পরিদর্শন, চবি’র ‘মোবাইল গেইম এন্ড অ্যাপস ডেভলপমেন্ট টেস্টিং ল্যাব’ উদ্বোধন এবং চট্টগ্রাম জেলার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ‘ভাষা প্রশিক্ষণ ল্যাবের মনিটরিং কর্মকর্তা’ (ইউএনও), আইসিটি ও কম্পিউটার শিক্ষক, ইউডিসি উদ্যোক্তাদের নিয়ে সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক বলেন, ‘তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষতায় যুক্ত হয়েছে চট্টগ্রাম। একযোগে প্রযুক্তিকেন্দ্রিক অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে যোগ্য ও দক্ষ করে তোলা হচ্ছে তরুণদের।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর