শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজন

সুবিধাবঞ্চিত শিশুরা স্বপ্নের রাজ্যে এক দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সুবিধাবঞ্চিত শিশুরা স্বপ্নের রাজ্যে এক দিন

৭০ জন সুবিধাবঞ্চিত শিশুকে আনন্দ-উৎসবে মাতাল বসুন্ধরা এলপি গ্যাস। গতকাল সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে ফ্যান্টাসি পার্ক অ্যাডভেঞ্চার ল্যান্ডে শিশুদের জন্য বসুন্ধরা এলপি গ্যাস ‘স্বপ্নের রাজ্যে এক দিন’ শীর্ষক এ উৎসবের আয়োজন করে। আয়োজনের সহযোগী ছিল সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘বি-থার্টিন’। ‘স্বপ্নের রাজ্যে এক দিন’ কাটানোর সুযোগ পেয়ে নারায়ণগঞ্জের সুবিধাবঞ্চিত ৭০ শিশু সবাই যেন এমন উপলক্ষ পেয়ে সব দুঃখ-আক্ষেপ ভুলে সবার সঙ্গে মিলে উদযাপনে মেতে ওঠে।

পার্কে প্রবেশের মুহূর্তে সুবিধাবঞ্চিত এসব শিশুর হাতে ফুল ও চকলেট তুলে দেন এলপি গ্যাস কর্মকর্তারা। ওই সময় শুভেচ্ছা বিনিময়, পরিচয় পর্বের পর শিশুরা অ্যাডভেঞ্চার ল্যান্ডের বিভিন্ন রাইডে উঠে আনন্দ উপভোগ করে। আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস জাকারিয়া জালাল এবং এজিএম (সেলস) আতাউর রহমান। শিশুদের উপহার দেওয়ার পর জাকারিয়া জালাল বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় সামাজিক দায়দায়িত্ব থেকে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে  এ ব্যতিক্রমধর্মী আয়োজন সেই সামাজিক দায় থেকেই। সবাইকে না পারলেও অন্তত আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে আমরা দিনব্যাপী এ আয়োজন করেছি। এ আয়োজনে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব, একসঙ্গে পার্কের বিভিন্ন রাইডে চড়ব। আমরা একসঙ্গে এখানে খাব এবং সবাইকে নিয়ে উৎসবের পাশাপাশি তাদের কিছু উপহারও দেওয়া হবে। তিনি বলেন, আমরা সবসময়ই আমাদের ডিস্ট্রিবিউটর, বিভিন্ন গ্রাহক, ক্রেতা-বিক্রেতা ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এর মধ্যে শিশুদের নিয়ে এ আয়োজনও যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৭০ জন শিশুকে নিয়ে আজকে এ আয়োজন করছি এবং আগামীতে আমরা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত এ শিশুদের নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান করার চেষ্টা করব। এদিকে সকাল থেকেই ৭০ শিশুকে এ উৎসবে দেখা গেছে বেশ আনন্দ উৎসব করতে। তারা সবাই একে অপরের সঙ্গে মিলে বিভিন্ন রাইডে চড়া, হই-হুল্লোড় করার পাশাপাশি পুরো পার্কেই আনন্দ করে সময় কাটাচ্ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর ‘এ’ এর ম্যানেজার (মিডিয়া ও পিআর) কাজী রোকন উদ্দিন, বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড ম্যানেজার সজীব রাজ বর্মণ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর