শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কর্মী নিয়োগে বেস্টিনেটের অনিয়মের অভিযোগ ভুল ছিল : মালয়েশিয়ার মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

মালয়েশিয়ায় কর্মী নেওয়ার অনলাইন পদ্ধতির সেবা দেওয়া প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন ভিডির বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান। মালয়েশিয়া সরকারের দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ তথ্য জানান মন্ত্রী।  বাংলাদেশ থেকে জিটুজি প্লাস পদ্ধতিতে কর্মী নিয়োগেও এ প্রতিষ্ঠান সেবা দিয়ে আসছিল। গত বছর সংস্থাটির বিরুদ্ধে বিদেশি শ্রমিকদের শোষণের অভিযোগ উঠলে বেস্টিনিটের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তদন্তের ফলাফল প্রকাশ করে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেন, ‘বেস্টিনেট এসডিএন ভিডি বিদেশি শ্রমিকদের শোষণ করার এবং অর্থ পাচারে জড়িত হওয়ার কোনো ভিত্তি নেই। তদন্তে দেখা গেছে যে সংস্থার বিরুদ্ধে এর আগে করা অভিযোগগুলো ভুল ছিল।’ জিটুজি কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পদ্ধতি পরিচালনার দায়িত্বে ছিল বেস্টিনেট নামের এই প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের আগস্টে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে ১লা সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বাংলাদেশ থেকে কর্মী নেয়া। দীর্ঘ ১৫ মাস পর মালয়েশিয়া সরকারের তদন্তে পাওয়া যায় অনলাইন সেবাদান করা প্রতিষ্ঠান বেস্টিনেটের বিরুদ্ধে আনা সব অভিযোগ অসত্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর