সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পুলিশের কাছে কেউ যেন বিড়ম্বনায় না পড়ে : রাষ্ট্রপতি

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পুলিশের কাছে সহযোগিতার জন্য গিয়ে কেউ যাতে বিড়ম্বনায় না পড়ে তা নিশ্চিত করতে হবে। মানুষ পুলিশের কাছে আসে সহযোগিতার প্রত্যাশায়। যাতে সহযোগিতা চাইতে এসে বিড়ম্বনায় না পড়েও প্রত্যাশিত প্রতিকার পায় তা নিশ্চিত করতে হবে। গতকাল রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের বার্ষিক নৈশভোজে রাষ্ট্রপতি এ কথা বলেন। বিডিনিউজ  রাষ্ট্রপতি বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সম্মিলন নিজেদের বাস্তব অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করার সুযোগ সৃষ্টি করে। পরবর্তী করণীয় নির্ধারণ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে  সহযোগিতা বৃদ্ধির সুযোগ ঘটে। বাংলাদেশ পুলিশ দেশের গৌরবময় প্রতিষ্ঠান।

পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ার কৃতিত্ব রয়েছে আপনাদের। আপনারা স্বাধীন দেশের পুলিশ। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার  চেতনাকে সমুন্নত রেখেই কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ  হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং নৈশভোজে অংশ নেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর