জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলদারকে আহ্বায়ক করে ঢাকা উত্তর সিটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পার্টির কো-চেয়ারম্যান মজিবুল হক চুন্নু, সদস্য সচিব মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, যুগ্ম-সদস্য সচিব মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।