সিলেট মহানগরীর লালমাটিয়া এলাকায় ট্রাকের মধ্য থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে মোগলাবাজার থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে, এমন তথ্য পায়নি পুলিশ। ফলে এ লাশ নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ এটিকে ‘হত্যাকা-’ ধরেই তদন্ত শুরু করেছে। তদন্তে লাশ দুটির পরিচয়ও পাওয়া গেছে। তারা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাঁশবাড়ির বাগদী গ্রামের মো. কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর (২৫) ও দীন মোহাম্মদের ছেলে মো. রাজু (২৫)। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, বেলা পৌনে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লালমাটিয়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ের দক্ষিণ দিকের প্রবেশপথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে একটি ট্রাক পাওয়া যায়। ট্রাকের ভিতর (সামনে চালক ও হেলপার বসার স্থান) দুটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ প্রথমে এটিকে দুর্ঘটনায় মৃত্যু মনে করেছিল। কিন্তু ট্রাকের কোনো ক্ষতি না ও দুর্ঘটনার চিহ্ন না পেয়ে সন্দেহ হয় পুলিশের। পুলিশের ধারণা, অন্য কোথাও এদের হত্যা করে এখানে লাশ ফেলে গেছে ঘাতকরা। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতকরা হয়তো এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে জোরেশোরে কাজ শুরু করেছে। ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩০ নম্বরের ট্রাকটি গাজীপুরের জয়দেবপুরে ধান গবেষণা কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেটের উদ্দেশে রওনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটির মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলদীপুরের আতাউর রহমান (৪০)। ট্রাকে কোনো মালামাল ছিল না। পুলিশ জানিয়েছে, ওই দুই যুবকের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার : সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সিরাজ উদ্দিন (৬৫) নামের ওই ব্যক্তির লাশ উপজেলার ইজারাপাড়া গ্রামের এক মাঠ থেকে উদ্ধার করা হয়। সিরাজ উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ গ্রামের মৃত রমজান উল্লার ছেলে। গত বুধবার সকালে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা