শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিলেটে ট্রাকে মিলল দুুই যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীর লালমাটিয়া এলাকায় ট্রাকের মধ্য থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে মোগলাবাজার থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে, এমন তথ্য পায়নি পুলিশ। ফলে এ লাশ নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ এটিকে ‘হত্যাকা-’ ধরেই তদন্ত শুরু করেছে। তদন্তে লাশ দুটির পরিচয়ও পাওয়া গেছে। তারা হলেন         চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাঁশবাড়ির বাগদী গ্রামের মো. কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর (২৫) ও দীন মোহাম্মদের ছেলে মো. রাজু (২৫)। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান,  বেলা পৌনে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লালমাটিয়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ের দক্ষিণ দিকের প্রবেশপথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে একটি ট্রাক পাওয়া যায়। ট্রাকের ভিতর (সামনে চালক ও হেলপার বসার স্থান) দুটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ প্রথমে এটিকে দুর্ঘটনায় মৃত্যু মনে করেছিল। কিন্তু ট্রাকের কোনো ক্ষতি না ও দুর্ঘটনার চিহ্ন না পেয়ে সন্দেহ হয় পুলিশের। পুলিশের ধারণা, অন্য কোথাও এদের হত্যা করে এখানে লাশ ফেলে গেছে ঘাতকরা। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতকরা হয়তো এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে জোরেশোরে কাজ শুরু করেছে। ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩০ নম্বরের ট্রাকটি গাজীপুরের জয়দেবপুরে ধান গবেষণা কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেটের উদ্দেশে রওনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটির মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলদীপুরের আতাউর রহমান (৪০)। ট্রাকে কোনো মালামাল ছিল না। পুলিশ জানিয়েছে, ওই দুই যুবকের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার : সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সিরাজ উদ্দিন (৬৫) নামের ওই ব্যক্তির লাশ উপজেলার ইজারাপাড়া গ্রামের এক মাঠ থেকে উদ্ধার করা হয়। সিরাজ উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ গ্রামের মৃত রমজান উল্লার ছেলে। গত বুধবার সকালে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর