শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপি যতই ষড়যন্ত্র করুক মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে জনগণ ভোট দিতে পারবে। বিএনপি যতই চেষ্টা করুক যতই ষড়যন্ত্র করুক না কেন সারা দেশ থেকে তাদের যতই সন্ত্রাসী ও পেটোয়া বাহিনী আসুক না কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে। গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠক হয়। সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।  আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করবে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যপূর্ণ গণতান্ত্রিক দল। যার প্রতিষ্ঠাই হয়েছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিএনপির এ ধরনের কথার উদ্দেশ্যই হচ্ছে বিএনপি চায় নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর