রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষে নিউইয়র্ক লাইব্রেরিতে হচ্ছে বাংলা কর্নার

প্রতিদিন ডেস্ক

চলতি মুজিববর্ষে নিউইয়র্কে কুইন্সের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরিতে স্থাপন হচ্ছে ‘বাংলা কর্নার’। এরই মধ্যে এ কর্নার স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খবর : এনআরবি নিউজ।

গত শুক্রবার সন্ধ্যায় কনস্যুলেট মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুজিববর্ষের আরও কর্মসূচি তুলে ধরেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। এ সময় উল্লেখ করা হয়, তার চেষ্টায় নিউইয়র্ক অঙ্গরাজ্য গভর্নর অ্যান্ড্রু ক্যুমো ২৬ মার্চকে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে’ ঘোষণার পাশাপাশি গত বছরের ওইদিন থেকে এ রাজ্যে বাংলা ভাষায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পদ্ধতি চালু করেছেন। সাদিয়া জানান, আগামী ১৭ মার্চ নতুন প্রজন্মের বাঙালি ছাড়াও ভিনদেশি প্রজন্মের উপস্থিতিতে ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী’ তথা মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জ্যামাইকায় কুইন্স লাইব্রেরির প্রধান মিলনায়তনে। এর চার দিন পর ২১ মার্চ জাতিসংঘ সদর দফতরের নিকট ম্যানহাটানে বহেমিয়ান অডিটরিয়ামে কংগ্রেস ও অঙ্গরাজ্য পার্লামেন্টের নির্বাচিত সদস্য ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু এবং বাংলাদেশি আমেরিকানদের নিয়ে ব্যতিক্রমধর্মী একটি আলোচনা ও বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এ কনস্যুলেটের আওতায় ৮টি অঙ্গরাজ্যেই বছরব্যাপী অনুষ্ঠান করা হবে। সবগুলো অনুষ্ঠান যুক্ত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর