বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্যাবল টিভির সংকট সমাধানে কোয়াবের সাত দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসার সংকট সমাধানে সাত দফা দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির উদ্যোগে গতকাল রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কোয়াব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মাসুদ, এ বি এম সাইদুল হোসেন, সেলিম সরকার, ফরিদ উদ্দিন প্রমুখ। পরে ক্লাবপ্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সারা দেশ থেকে ক্যাবল অপারেটর ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসা এখন কঠিন সংকটের মুখে রয়েছে। সরকার এ খাতের বিষয়ে পুরোপুরি উদাসীন। একটি গোষ্ঠী এ ব্যবসা খাতে অস্থিরতা সৃষ্টি করছে; যা দেশের ৫ লাখ লোকের কর্মসংস্থানকে হুমকিতে ফেলেছে। সংগঠনের সভাপতি এস এম আনোয়ার পারভেজ সাত দফা দাবি ঘোষণা করেন। এগুলো হলো- ক্যাবল টেলিভিশন পরিচালনা আইন-২০০৬ ও ক্যাবল টেলিভিশন বিধিমালা-২০১০ সংশোধিত আইন ও বিধিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ক্যাবল টিভি নেটওয়ার্ক শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো পে-চ্যানেলের মূল্য বৃদ্ধি করা যাবে না। ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিবেশিত পে-চ্যানেল বন্ধ করা যাবে না। বৈধ ক্যাবল অপারেটরদের ব্যবসা জোরপূর্বক দখল করার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী-ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্বল্পসুদে ব্যাংক ঋণ প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর