বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম বইমেলা

শুরুতেই উৎসবের আমেজ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

পড়ন্ত বিকাল। সূর্যটা পশ্চিমাকাশে হেলে পড়ছে। দেদীপ্যমান সূর্য আলো ছড়াচ্ছে। তবে কমছে রোদের উত্তাপ। সূর্যের আলো কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বইপ্রেমীদের আগমন। পাঠকদের কাছে গুরুত্ব পাচ্ছে না মাঠের ধুলাবালি। যেন বইয়ের টানে, বইয়ের পানে হারিয়ে গেছেন দর্শক। মিশে গেছেন বইয়ের সঙ্গে। মেলাজুড়ে যেন শুরু হয়েছে উৎসবের আমেজ। চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী একুশে বইমেলা। সোমবার বিকালে  আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হয়। কিন্তু উদ্বোধনের আগে থেকেই পাঠক-দর্শকের উপস্থিতি অবাক হওয়ার মতো। গতকাল ঘড়ির কাঁটা ৩টা ছুঁতেই ভিড় শুরু হয়ে যায় মেলার পুরো আঙিনায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজন এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত মেলা চলবে ২৯ ফেব্রুয়ারি  পর্যন্ত। চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মুজিববর্ষ উপলক্ষে মেলা নিবেদন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মেলায় সারা দেশের ১৫৮ প্রকাশনা প্রতিষ্ঠানের ২০৫টি স্টল অংশগ্রহণ করেছে।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বলেন, ‘প্রথম দিন থেকেই মেলা জমে উঠেছে। তবে দর্শক অনুপাতে এখনো বিকিকিনি আশানুরূপ হয়নি। আশা করি, দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়বে। গত বছরও এমন হয়েছিল।’ 

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, ‘মেলায় দর্শক-পাঠকদের সমাগম ব্যাপক। তবে অতীতের ধারাবাহিকতায় প্রথম দিকে ক্রয়-বিক্রয় তুলনামূলক কম। পর্যায়ক্রমে তা বৃদ্ধি পাবে।’

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর