বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শরিয়ত বয়াতিকে জামিন না দেওয়ার কারণ জানতে চেয়েছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে গ্রেফতার হওয়া বাউল শরিয়ত বয়াতিকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

গতকাল বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরা হক মনি। উল্লেখ্য, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্লা গ্রামের বাউল শরিয়ত বয়াতি (৩৫) গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলায় বাউল গানের আসরে পালা গানের সময় ইসলাম ও কোরআন হাদিস নিয়ে কিছু কথা বলেন। এর মধ্যদিয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে’ অভিযোগ তুলে এলাকার কিছু মানুষ সমাবেশ ও বিক্ষোভ করেন। এরপর ৯ জানুয়ারি আগধল্লা গ্রামের মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে শরিয়তের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শরিয়তের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের ওপর আঘাত হানার অভিযোগ তোলা হয়। এ মামলায় পুলিশ তাকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর