বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিএনজিতে উন্মোচিত হলো শীর্ষ সন্ত্রাসী আইয়ুব খুনের রহস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিএনজিতে উন্মোচিত হলো শীর্ষ সন্ত্রাসী আইয়ুব খুনের রহস্য

সিএনজি ট্যাক্সিতেই উদ্ঘাটিত হলো শীর্ষ সন্ত্রাসী আইয়ুববাহিনীর প্রধান আইয়ুব আলী হত্যার রহস্য। ট্যাক্সিচালকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলোর মুখ দেখে দীর্ঘদিন ক্লুলেস থাকা এ মামলাটি। পরে কিলিং মিশনে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিলিং মিশনে অংশ নেওয়ারা গতকাল জেলা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তারা হলেন মো. আজিজ, আবদুল আজিজ প্রকাশ মানিক, আবদুল জলিল, মো. বাবুল ও মহিন উদ্দিন। এর আগে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই রাঙামাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পিবিআইর পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বলেন, শীর্ষ সন্ত্রাসী আইয়ুব আলী হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে ক্লুলেস ছিল। আদালতের নির্দেশের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি মামলার তদন্ত শুরু করে পিবিআই। তদন্তভার গ্রহণের ২২ দিনের মাথায় সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর