রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঢাবিতে করোনা আতঙ্ক ক্যাম্পাস বন্ধের দাবি

ক্লাস করেননি বুয়েটের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকার পরিবেশ, জনবহুল ক্যাম্পাস ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাব প্রভৃতি কারণে শিক্ষার্থীরা এমন দাবি জানাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, করোনা ঠেকাতে সরকারিভাবে জনসমাগম এড়িয়ে চলতে বলা হলেও শিক্ষার্থীদের অনেককে একসঙ্গে ক্লাস করতে হচ্ছে। তাছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের সমাগম তো আছেই। হলগুলোর প্রতিটি কক্ষে চার থেকে পাঁচজন ও গণরুমগুলোতে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী থাকছেন। এ ছাড়া পাঠ্য কার্যক্রমের বাইরেও প্রতিদিন রাজনৈতিক কর্মসূচিগুলোতে শিক্ষার্থীরা সমবেত হয়ে নিজেদের মধ্যে করমর্দন করছেন। সেখান থেকে হতে পারে সংক্রমণ। এমন অবস্থায় তাদের আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে ক্যাম্পাসে এটির ব্যাপক সংক্রমণ ঘটবে। করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচার ছাড়া দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। তাই মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার আগেই  বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার দাবি তাদের। আতঙ্কে ক্লাস করেননি বুয়েটের অধিকাংশ শিক্ষার্থী : করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ক্লাসের পাঠ্য কার্যক্রমে অংশ নেননি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থী। গতকাল করোনা আতঙ্কে ক্লাসে যাওয়া থেকে বিরত থেকেছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর