করোনাভাইরাস প্রতিরোধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ দিনের সাধারণ ছুটি চলছে। কিন্তু সেই ছুটির আওতায় রাখা হয়নি দেশের চা বাগানগুলো। শ্রম অধিদফতরের এক আদেশে চালু রাখা হয়েছে দেশের ১৬৬টি চা বাগান। করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে কয়েক দিনের জন্য বাগান বন্ধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে সোমবার থেকে সিলেটের ২৭টি বাগানের শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ না দেওয়ারও ঘোষণা দিয়েছেন। আজ থেকে দেশের অধিকাংশ বাগানের শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ারও আভাস পাওয়া গেছে। এই ২৭ বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলে কাজ করেন ২০ হাজারের মতো শ্রমিক। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা জানান, চা শ্রমিকরা খুব বেশি স্বাস্থ্য সচেতন নয়। এই শ্রমিকদের কেউ কাজে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হলে পুরো বাগানে এই রোগ ছড়িয়ে পড়বে। এ জন্য আজ থেকে (গতকাল) শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। বুরজান চা বাগানের মহাব্যবস্থাপক সবুর আহমদ চৌধুরী বলেন, বাগান বন্ধ রাখলে বাগানের উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া বাগানের চা গাছ ও নার্সারির ব্যাপক ক্ষতি হবে। বাগান বন্ধ দিতে হলে সরকারের প্রণোদনা দেওয়া উচিত। বাংলাদেশ টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম বলেন, সরকারি নির্দেশনা মেনেই বাগান চালু রাখা হয়েছে। বাগানগুলোর পক্ষ থেকে শ্রমিকদের জন্য যথাসাধ্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
- পূর্ব জেরুজালেমে নতুন ১৩০০ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
- বাড়ির সব কাজ করে দেবে ২০ হাজার ডলারের হিউম্যানয়েড রোবট ‘নিও’
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- মুম্বাইয়ে জিম্মির শিকার ১৭ শিশু উদ্ধার, সন্দেহভাজন গুলিতে নিহত
- বগুড়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা প্রশাসনের
- ‘ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে : শিক্ষা উপদেষ্টা