করোনাভাইরাস প্রতিরোধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ দিনের সাধারণ ছুটি চলছে। কিন্তু সেই ছুটির আওতায় রাখা হয়নি দেশের চা বাগানগুলো। শ্রম অধিদফতরের এক আদেশে চালু রাখা হয়েছে দেশের ১৬৬টি চা বাগান। করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে কয়েক দিনের জন্য বাগান বন্ধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে সোমবার থেকে সিলেটের ২৭টি বাগানের শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ না দেওয়ারও ঘোষণা দিয়েছেন। আজ থেকে দেশের অধিকাংশ বাগানের শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ারও আভাস পাওয়া গেছে। এই ২৭ বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলে কাজ করেন ২০ হাজারের মতো শ্রমিক। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা জানান, চা শ্রমিকরা খুব বেশি স্বাস্থ্য সচেতন নয়। এই শ্রমিকদের কেউ কাজে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হলে পুরো বাগানে এই রোগ ছড়িয়ে পড়বে। এ জন্য আজ থেকে (গতকাল) শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। বুরজান চা বাগানের মহাব্যবস্থাপক সবুর আহমদ চৌধুরী বলেন, বাগান বন্ধ রাখলে বাগানের উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া বাগানের চা গাছ ও নার্সারির ব্যাপক ক্ষতি হবে। বাগান বন্ধ দিতে হলে সরকারের প্রণোদনা দেওয়া উচিত। বাংলাদেশ টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম বলেন, সরকারি নির্দেশনা মেনেই বাগান চালু রাখা হয়েছে। বাগানগুলোর পক্ষ থেকে শ্রমিকদের জন্য যথাসাধ্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩