চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেটের স্টেশন রোড এলাকা। গুরুত্বপূর্ণ এ সড়কে স্বাভাবিক সময়ে যানজট নিত্যসঙ্গী। অঘোষিত লকডাউনের মধ্যেই খুব একটা পরিবর্তন হয়নি সড়কের চিত্র। সারি সারি গাড়ি লম্বা লাইন আর যানজটে নাকাল স্থানীয় লোকজন। সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে বেপরোয়া লোকজন ও পরিবহনের আনাগোনায় সরগরম স্টেশন রোড এলাকা। ঠিক অভিন্ন চিত্র নগরী ও জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাও। চট্টগ্রামের কোথাও মানা হচ্ছে না সামাজিক ও শারীরিক দূরত্ব। এমন অবস্থায় শারীরিক দূরত্ব নিশ্চিতে মনোনিবেশ করছে প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ‘শপিং মল, দোকানপাট সীমিত পরিসরে খোলার পর সামাজিক দূরত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই আমরা শারীরিক দূরত্ব নিশ্চিতের ওপর জোর দিচ্ছি। একই সঙ্গে সবার প্রতি অনুরোধ থাকছে শারীরিক দূরত্ব নিশ্চিত করে চলাফেরা করার।’ বেসামরিক প্রশাসনকে সহায়তাকারী সেনা দলের সমন্বয়কারী ২৪ পদাতিক ডিভিশনের মেজর আবু সাঈদ বলেন, ‘লোকজন যেভাবে ঘর থেকে বের হয়ে আসছে তাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করাটা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা শারীরিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছি। একই সঙ্গে লোকজন যাতে হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে ঘর থেকে বের হয় তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী।’ অঘোষিত লকডাউনের সময়কাল দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরী ও জেলায় সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠেছে মানুষ। ঘর থেকে বের হয়ে আসছে লোকজন। গ্লাভস পরা তো দূরের কথা মাস্কও পরতে অনীহা লোকজনের। শহরের অলিগলি ও গ্রামগঞ্জের দোকানপাট সর্বত্র লোকজনের পদচারণা এবং আড্ডায় সরগরম। নগরী ও জেলার বিভিন্ন বাজারের অবস্থা আরও ভয়াবহ। প্রশাসনের উদ্যোগে বাজার খোলা জায়গায় নিয়ে যাওয়া হলেও বাজার করতে আসা ক্রেতারা সামাজিক দূরত্ব মানছে না। শুধু তাই নয়, অনেকেই পণ্য কিনতে আসছেন মাস্ক ছাড়াই। বাজারকেন্দ্রিক মোটরচালিত রিকশাগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে ২ থেকে ৪ জন। সেনাবাহিনীর টহল টিম কিংবা প্রশাসনের লোকজনকে দেখে অনেকেই মাস্ক পরলেও তারা চলে যাওয়ার পর ফের পকেটে পুরছে মাস্ক। আগামীকাল ১০ মে সীমিত পরিসরে দোকানপাট, শপিংমল খোলার অনুমতি দেওয়া হলেও গতকাল থেকেই খুলেছে বেশির ভাগ দোকানপাট। তার চেয়ে ভয়াবহ অবস্থা নগরীর ফুটপাথ দোকানগুলোর। নগরীর বেশির ভাগ ফুটপাথে বসতে শুরু করেছে হকার। সামাজিক দূরত্ব বজায় না রেখে রাস্তার ওপর চলছে বেচাকেনা। স্বাস্থ্য সুরক্ষার নিয়ম না মেনে জনসমাগম ঘটিয়ে বেচাকেনার ফলে বেড়েছে করোনার ঝুঁকি। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এতদিন প্রশাসনের ভূমিকার কারণে করোনা পরিস্থিতি ধারণার চেয়ে অনেকটা স্বাভাবিক ছিল। কিন্তু দোকানপাট খুলে দেওয়ার কারণে পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে। এখন শুধু সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব রক্ষা করাও কঠিন হয়ে পড়বে।
শিরোনাম
- ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করায় দম্পতি-সহ তিনজনের ৮ বছরের কারাদণ্ড
- নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র
- ফুলবাড়ীতে চুরির ঘটনা বেড়ে আতঙ্কে গ্রামবাসী
- রামুতে বজ্রপাতে দিনমজুর নিহত
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
- নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চিকিৎসা দিচ্ছে বন বিভাগ, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বন্যহাতি মারাত্মক আহত
- বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ সমাবেশ
- কুড়িগ্রামে নদীর পানি ফের বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত
- ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
- বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বেসরকারি খাতে আস্থার সংকট রয়েছে : অর্থ উপদেষ্টা
- খাদের কিনারা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
- ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান
- দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণে কমেছে ভোগান্তি, বাড়ছে দর্শনার্থী
- সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ?
উপেক্ষিত সামাজিক দূরত্ব মেনে চলা
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর