হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ শুরু হবে আগামীকাল। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল রাজধানীর হোটেল ভিক্টোরীতে সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য। এ সময় হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মেলায় প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।’
তিনি বলেন, ‘বিমান ভাড়া সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা হওয়া উচিত বলে মনে করে হাব।’