রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

পরিবহন ভাড়া বৃদ্ধি অবিবেচনাপ্রসূত বলল ক্যাব

নিজস্ব প্রতিবেদক

করোনা প্রাদুর্ভাবের ফলে বিদ্যমান সংকটকালীন গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সুপারিশ মোটেও সুবিবেচনাপ্রসূত হয়নি বলে মনে করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ‘বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভায় ঢাকাসহ দূরপাল্লার বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। লকডাউনের ফলে দেশের অধিকাংশ মানুষের আয়ের সংস্থান নেই। এই অবস্থায় গণপরিবহনের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এই ভাড়া বৃদ্ধির সুপারিশ অগ্রহণযোগ্য।

যেহেতু প্রতিটি বাসে ৫০ শতাংশ সিট খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই বাস মালিকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সরকার অন্যান্য শিল্প-বাণিজ্যের মতো গণপরিবহনের জন্য আর্থিক প্রণোদনা বা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারে।

সর্বশেষ খবর